পাবনায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাসিক সভা অনুষ্ঠিত
এম এ খালেক খান :
আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার মাসিক সভা গতকাল সকাল সাড়ে ৯ টায় পাবনার লাইব্রেরী বাজার সংলগ্ন আঞ্জুমান কমপ্লেক্সে ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন পাবনা শাখার ভারপ্রাপ্ত পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন। সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জুলাই মাসের আয় ও ব্যয় উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাবনা শাখার ব্যয় মেটানোর জন্য আজীবন, সাধারণ ও দাতা সদস্য সংগ্রহের উপর গুরুত্বারোপ করা হয়। শাখার ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম তপন, সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দোহা, কোষাধ্যক্ষ আলহাজ হাবিবুর রহমান হাবিব, কার্য নির্বাহী সদস্য আলহাজ জাহাঙ্গীর হোসেন, আলহাজ রইচ উদ্দিন, সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, আলহাজ হারুন অর রশিদ খান, আলহাজ রফিকুল ইসলাম সেলিম ও আলহাজ আলতাফ হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেয়। সভায় শাখার ভাইস চেয়ারম্যান আলহাজ সামসুর রহমান মানিক ও অসুস্থ সদস্যের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাখার কার্যকরী সদস্য আলহাজ মাওঃ ইউনুস আলী খান।
আঃ খালেক খান
২৫/৮/২৩ পাবনা