এম এ খালেক খান, পাবনা
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ের হল রুমে ২৭ আগস্ট ভলান্টারী সার্ভিস ওভারসীজ ভিএসও এর আর্থিক ও কারিগরি সহায়তায় লিডারসীপ এন্ড ইয়থ এনগেজমেন্ট মিটিংয়ের মাধ্যমে বগুড়া জেলা যুব ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএসও এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান, গাকের যুগ্ম পরিচালক মোঃ হাসান আসরাফুজ্জামান, সহকারী পরিচালক কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদার,উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ রাইসুল ইসলাম ও বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে আগত যুব সদস্যবৃন্দ।
সদ্য নবগঠিত বগুড়া জেলা যুব ফোরাম এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলার মোঃ সানিউল ইসলাম, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন গাবতলি উপজেলার মোছাঃ তাহরিমা আক্তার তমা।
নবগঠিত যুব ফোরাম আগামী এক বছরের কর্মপরিকল্পনায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে জনমত গঠন , বিনা পারিশ্রমিকে পাঠদান কার্যক্রম পরিচালনা, ডেংগু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা, বৃক্ষরোপন অভিযান, মাদকাসক্তদের পূর্ণবাসনে সহায়তা, দূষণমুক্ত পরিবেশ গঠন, পরিবেশবান্ধব কৃষিকাজে সচেতনতা তৈরি, বিনামূল্যে রক্ত দান ও ফি চক্ষু শিবির এর আয়োজন করা। অনুষ্ঠানে গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ইউথ ক্লাবের কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ,নব নির্বাচিত ক্লাব সদস্য, বিভিন্ন এলাকা থেকে আগত যুবক,যুবতী, ক্লাবের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এম এ খালেক খান
২৭ আগস্ট ২০২৩, পাবনা