এম এ খালেক খান,পাবনা
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক এর উদ্যোগে আয়োজিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে গাক কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাবতলীতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে অবস্থিত প্রবীণ সামাজিক কেন্দ্রে ২৮ আগস্ট ৬৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। গাবতলী সদর ইউনিয়নের ৪ নং ওর্য়াড মেম্বর ও সমৃদ্ধি কর্মসূচির ওর্য়াড কমিটির সভাপতি মোঃ হারুনর রশিদ পাতার সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশন মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাক’র যুগ্ম পরিচালক মোঃ আনিছুর রহমান, সহকারী পরিচালক কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন মোঃ জিয়া উদ্দিন সরদার, কো-অর্ডিনেটর প্রশাসন মোঃ গাজী আমিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ সোহরাব হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ ইব্রাহিম হোসেন ও প্রবীণ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রমুখ। আলোচনায় বক্তারা জানান গাক’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ মৌসুমে গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের ৪৮০০ জন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী,গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।