এম এ খালেক খান, পাবনা
পাবনা দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর একটি বিশেষ প্রতিনিধি দল রংপুরে গাক পরিচালিত দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চক্ষু সেবা কার্যক্রম ২৭ আগস্ট পরিদর্শন করেন। গাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গাক চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও মেডিকেল ডিরেক্টর ডাক্তার মোঃ রেজাউন্নবী মন্ডল। প্রতিনিধি দলের সাথে আরও উপস্থিত ছিলেন হজকিল মোঃ আবু হাসান, পরিচালক মনিটরিং এন্ড রিভিউ, মোঃ আবু রায়হান মিয়া,পরিচালক, এম এফ এস এম এ পি, পরিচালক প্রশাসন ও অডিট মোঃ হুমায়ন খালেদ ও মোঃ আরমান হোসেন, উপ পরিচালক পি এস টু ইডি প্রমুখ। গাক প্রতিনিধি দলটি রংপুর চক্ষু হাসপাতালে পৌছালে তাদের অভ্যার্থনা জানান দীপ আই কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার মোঃ খাইরুল ইসলাম। পরে গাক এনজিও কর্মকর্তা ও চক্ষু হাসপাতাল কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের করনীয় ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও পরিচালনা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রতিষ্ঠানটির আরো গতিশীলতা আনায়নের জন্য দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় গাক এনজিও কর্মকর্তা ও চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।