কবি হানিফ রাজা'র কবিতা -স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি ৭ ই মার্চের শেখ মুজিবের উত্তাল ভাষণ,
স্বাধীনতা তুমি ২৫শে মার্চ, নির্মম হত্যাকান্ডের রক্ত মাখা প্রাণ।
স্বাধীনতা তুমি ১৯৭১ এর মুক্তিযোদ্ধাদের তাজা প্রাণ,
স্বাধীনতা তুমি সারা বাংলার সোনালী ফুল ও ফসলের ঘ্রাণ।
স্বাধীনতা তুমি সুন্দর বনের চিত্রাহরিণ আর দোয়েল,শ্যামা,টিয়া—
স্বাধীনতা তুমি উত্তাল সমুদ্র ঘেরা, মুক্ত বাতাসের হিয়া।
স্বাধীনতা তুমি শীতের সকালে শিশির ভেজা ঘাস,
স্বাধীনতা তুমি বিশ্বখ্যাত বাংলার সোনালী আঁশ।
স্বাধীনতা তুমি শেখ মুজিব আমি তোমায় ভালবাসি,
স্বাধীনতা তুমি নূর হোসেনের গণতন্ত্রের হাসি।
স্বাধীনতা তুমি কৃষকের রৌদ্রদীপ্ত অনাবিল হাসি,
স্বাধীনতা তুমি লাখো যুবকের সুরের বাঁশি।
স্বাধীনতা তুমি শ্রমিকের অধিকার আদায়ের পালে,
স্বাধীনতা তুমি বাংলার অবহেলিত নারীর দলে।