তরুণ কবি শাহিন শাহ' রচিত কবিতা
"সরল মন "
দুই দিনের দুনিয়াতে ভাই
কিসের বড়াই আপনার আমার ?
ভাগ্যক্রমে কেউ রাজা কেউ ফকির তাই-
ভেবে দেখো মুসাফির জীবন তোমার।।
গরিব বলে ঠেলিয়া দিলেন যারে
চেয়েছিল হয়তো অল্প কিছু অর্থ-
দিলেও দিতে পারতেন তাহারে,
সরল মনে কখনো আটকে না শর্ত।।
আখের নিয়ে যে ব্যস্ত মানুষ
মানবিকতার হলো তবে মরণ,
ক্ষনিকের জীবন যে রঙিন ফানুস,
হয় না যে তবুও তাদের স্মরণ।।
ক্ষমতা আছে বলেই আপনি বিচারক,
ওদের প্রাপ্য বুঝিয়ে দিন রক্ষক-
ন্যায় ভুলে আপনি হলেন অপারগ,
তবে কি পরিশেষে আপনি ভক্ষক??