মুক্তাগাছায় দেড় শতাধিক কণ্ঠের সমস্বরে দৃঢ় শপথ ‘আমি দুর্নীতিকে ঘৃণা করি’
বাবুল হোসেন মুক্তাগাছা
ময়মনসিংহ প্রতিনিধি
গতকাল মুক্তাগাছায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আহ্বানে দেড় শতাধিক নারী-পুরুষ দুর্নীতিবিরোধী শপথ করেছেন। ২৯ আগস্ট মঙ্গলবার সনাক কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও সমন্বয় সভায় নিজেকে দুর্নীতিমুক্ত রাখা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে তারা এ শপথ করেন।
জানা যায়, সনাক মুক্তাগাছা ‘ইয়োথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট’ (ইয়েস) গ্রুপের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করে। এর উদ্দেশ্য হলো- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’র অভীষ্ট ১৬ তে বর্ণিত শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার প্রধান ক্রীড়ানক কারা, উক্ত ক্রীড়ানক এবং আমাদের করণীয় কি সে বিষয়ে অবহিত করা। প্রশিক্ষণ শেষে দুপুর ২:০০ টায় দুর্নীতিবিরোধী শপথের মাধ্যমে সনাক-ইয়েস-এসিজি (অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ) গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত্বি করে সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ এখলাছুর রহমান জুয়েল। শপথবাক্য পাঠ করান সনাক সহ-সভাপতি একেএম মাহবুবুল আলম রতন। এছাড়া সনাক সহ-সভাপতি শামসুন নাহার রিনাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর নুরুল ইসলাম সবুজ, ডেপুটি কোঅর্ডিনেটর- হিউম্যান রিসোর্স এন্ড অরগানাইজ্যাশনাল ডেভেলপমেন্ট (প্রশিক্ষণ) নাদিরা সুলতানা এবং ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিই (সিলেট) আরিফুল ইসলাম।