সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি: চরফ্যাশনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

প্রতিবেদক এর নাম / ১৬৭ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

কামরুজ্জামান শাহীন! ভোলা জেলা প্রতিনিধি॥

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি দেশের জনগন। এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবে।

তিনি বলেন, হর্টিকালচার ও টিস্যূ কালচার সেন্টার চরফ্যাশনের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের দেশ এখন বাংলাদেশ। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। হর্টিকালচার ও টিস্যূ কালচার পদ্ধতি চরফ্যাশন উপজেলার কৃষিখাতে বিপ্লব ঘটাবে। যা, ইতোমধ্যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।

কৃষিমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরেও বিএনপি কবর থেকে উঠতে পারে নাই। আমরা মনে করি বিএনপি কবরে আছে। আওয়ামীগের শিকড় অনেক গভীরে। এমন কোন গ্রাম নাই, ঘর নাই যে, আওয়ামী লীগের একজন কর্মি না আছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন। আপনাদের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১২টায় দিকে ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউনহলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে তিনি বেলা ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চরফ্যাশন পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বেলা ১১টায় দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ২৫ একর জমিতে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে ‘হর্টিকালচার ও টিস্যূ কালচার সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সূধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, উপ-সচিব কৃষিমন্ত্রনালয় ড. মুনসুর আলম খান, জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক, উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক প্রমূখ।

এছাড়াও চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভার মেয়র মোরশেদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর