আব্দুল্লাহ আল আমিন মন্ডল এর কবিতা-
মহাবিপদ সংকেত
আজ বিষাক্ত দাবানলে পুড়ছে আয়েশী দেহ,
গ্রাস করেছে শবের মায়া কোন এক অচেনা মোহ
তাজা রক্তের বিদ্বেষী আবরণ
কাঁপন ধরে সদ্য গলিত শিরায় উপশিরায়…
পেঁচানো ব্যান্ডেজের অট্টহাসি
হার্ড ব্রেইকে আবার নিঃশ্বাসের পথ আটকায়….
হৃদপিণ্ডের বাম পাশ থেকে ডান পাশে
লক্ষ কোটি মাইল বেগে ঘুর্ণিঝড় বহে অতি নিরুদ্দেশে…
সিডর,আইলা,সিত্রাং কিংবা সুনামি নার্গিস!
প্রভুর ডাকের ঘুর্ণিঝড়ে
হার মানে মহাপ্রলয় আর এক বিদ্রোহী চেঙ্গিস!
এটা বিপদ সীমার কন্টক পথ পেরিয়ে
লোকালয়ে ফিরে যাওয়া এক উল্লাসী জলোচ্ছ্বাস!
এ যেন রেকর্ড ভাঙ্গা মহা তাণ্ডবে গিলে খাওয়া
এক রাহুগ্রাস….
চারপাশে হঠাৎ আহাজারি আর বুকফাটা চিৎকার
অতি আদুরের প্রিয় মেহমান! চলে গেলো কার?
অসহ্য দেহের প্রদীপ নিভে দীর্ঘ আক্রমণে
প্রশ্বাসে লতানো বীণ বাজে তাই ক্ষণে ক্ষণে…
পাতানো দেহের ধ্বংসের লীলায়
জেগে ওঠে বেঁচে থাকার অসীম জেদ…
কর্কট রাশি কেঁপে ওঠে থরথরে
এ যেন ঘোষিত দশ নাম্বার মহাবিপদ।