পাবনার ফকিরপুরে নতুন মসজিদ উদ্বোধন
এম এ খালেক খান,পাবনা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ফকিরপুর গ্রামের নব নির্মিত জান্নাতুল মাওয়া মাসজিদে ১ সেপ্টেম্বর শুক্রবার জুমা"র নামাজ আদায়ের মাধ্যমে নতুন মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় মহরম জসীম উদ্দীনের দানকৃত জমির উপরে প্রতিষ্ঠিত স্থানীয় জনসাধারণ ও পাবনা শহরের শালগাড়িয়া নিবাসী আলহাজ্ব আবুল কাশেমের আর্থিক সহায়তায় নির্মিত হয় এ মসজিদটি। বিশিষ্ট আলেমেদ্বীন মাসজিদে তাকওয়ার খতিব ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আব্দুশ শাকুর আগত মুসল্লিদের সাথে নিয়ে জামাতে জুমা"র নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। নামাজ আদায় শেষে অনুষ্ঠানে বক্তব্য মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ মোজাহারুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান,খতিব হাফেজ ওমর ফারুক, পেশ ইমাম হাফেজ আবু মুসা,ভাউডাঙ্গা সালেহা রহিম দাখিল মাদ্রাসার সরকারি সুপারিনটেনডেন্ট মাওলানা শামসুল ইসলাম,দৈনিক সংগ্রামের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু,বিশিষ্ট সমাজসেবক আলাল হোসেন ও সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। জুমার খুতবায় মাওলানা আব্দুস শাকুর পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলা এবং প্রতিষ্ঠা করার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলমানদের জন্য শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা ও দোয়া করা হয়। জুমা'র নামাজে এলাকার বহু মুসল্লী,বিভিন্ন মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বী, মাওলানা, হাফেজ সহ শত শত মানুষ জুমা'র নামাজ আদায়ে শরীক হন।