বগুড়ায় গাক কর্তৃক ফ্রী স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পের উদ্বোধন
স্টপ রিপোর্টার !
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গাক এর স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় গাক চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত করতোয়া নগর, বেইলী ব্রিজ, মাটিডালী, "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন" শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ফ্রী স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বগুড়ার গাক চক্ষু হাসপাতালে ৩১ আগস্ট ফ্রী স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও সংস্থার বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাক এর সিনিয়র পরিচালক ডক্টর মাহবুব আলম। অনুষ্ঠানে গাক এনজিও সংস্থার সহকারী পরিচালক কমিউনিকেশন এন্ড ডকোমেন্টেশন মোঃ জিয়া উদ্দীন সরদার, গাক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এ এন এম নাজিব মোর্শেদ নাঈম, ডাঃ তানভীর, এসইপি প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, শোভন কর্ম পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ ছাব্বির হোসেন ও ম্যানেজমেন্ট ট্রেইনী জোনায়েদ আহমেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা বলেন গাক এনজিও দেশের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে নানা মুখী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকের এ ফ্রী স্বাস্থ্য সেবা সুরক্ষা ক্যাম্প পরিচালনা করে মানুষের মধ্যে সেবা পৌছে দিতে পারা সত্যিকার অর্থে গাক কর্তৃপক্ষ প্রশংসার দাবি রাখে। বক্তারা আরো বলেন ভবিষ্যতে গাক কর্তৃপক্ষ তৃর্ণমূল পর্যায়ের মানুষের মধ্যে বহু সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ,উপকার ভোগী সদস, বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষু রোগীগন,রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রায় দুইশতাধীক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন গাক চক্ষু হাসপাতালের আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম।