ভোলার মনপুরায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার মনপুরায় জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকল ৭ টার দিকে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজনে হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩ টায় দিকে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-মনপুরা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, মো. সিরাজ উদ্দিন পালোয়োন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন তুহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম শাহীন প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।