ভোলার ইলিশায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি:
ভোলার ইলিশায় ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. মেহেদী মোল্লা (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মেহেদী মোল্লা বাগেরহাট জেলার বহরবুনিয়া থানার সাপড়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোড়লগঞ্জ এলাকার হাওলাদার বাড়ির দেলোয়ার মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলিশা তালতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী মোল্লা নামের এক যুবকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে