কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, ভোলা সোনালী ব্যাংকের ডিজিএম সরদার মো. জাহিদ হোসেন প্রমূখ
সভায় সরকারের সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বাস্তবায়নে সব সুযোগ-সুবিধাসহ কীভাবে ও কারা এর আওতায় আসবেন সেই বিষয়গুলো বিস্তারিত উপস্থাপন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এসময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।