"বিজয় মানে "
বিজয় মানে খুশির ফোয়ারা
স্বাধীনতার ইতিকথা,
বিজয় মানে ভুলিয়ে দিলো
রক্তঝরা বুকের ব্যাথা।
বিজয় মানে খুশির উলু
ঘন্টা বাজা সুর,
বিজয় মানে ক্লান্ত দেহে
ভুলে যাওয়া বেদনা বিধূর।
বিজয় মানে বাংলাদেশের
স্বাধীন নিশানা,
বিজয় মানে আপন নীড়ে
আসল ঠিকানা।
বিজয় মানে ছিনিয়ে আনা
রণবীরে সকল অধিকার,
বিজয় মানে সফল দূর্গ
পথচলাতে দূরন্ত- দূর্বার।
বিজয় মানে বিশ্বনেতা
শেখ মুজিবের ভাষণ বাণী,
বিজয় মানে উঁচু শীরে
লড়াই করেও বাঁচতে জানি।
বিজয় মানে বঙ্গবন্ধু
শহীদ গাজীর আত্মত্যাগ,
বিজয় মানে সাহস ভরা
সামনে চলার ভেঙে ফেলার সব উদ্বেগ।