বগুড়ায় গাক কর্তৃক আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম এ খালেক খান,পাবনা
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত সংস্থায় কর্মরত কর্মকর্তাদের আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। বগুড়ার বনানী গাক টাওয়ারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শনিবার গাক এর প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সংস্থার সিসি,জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও শাখা ম্যানেজারগন এ প্রশিক্ষণে "আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক"প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সমাপনী সেশনে উপস্থিত থেকে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টড খন্দকার আলমগীর হোসেন। তিনি উপস্থিত সকল ষ্টাফদের আচরণগত পরিবর্তন ও নেতৃত্ব উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম,পরিচালক স্যোশাল মোঃ রাশিদুল ইসলামসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণটি ব্র্যাক এর লানিং এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট এর সহায়তায় রির্সোস পারসন কর্তৃক ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় সংস্থায় কর্মরত কর্মকর্তাগন, বিভিন্ন প্রশিক্ষক উপস্থিত ছিলেন।