গাজীপুর সিটি কর্পোরেশনের অভিষেক অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে উদযাপন
শফিকুল স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুর সিটি কর্পোরেশনের নব- নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করা হয় এবং জনতার ঢল নেমে আসে। অভিষেক অনুষ্ঠানের সভাপতি তো করেন এ এস এম শফিউল আজম প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাসির আম্মাজান মেয়র জায়েদা খাতুন, গাজীপুর সিটি কর্পোরেশন
প্রধান আলোচক গাজীপুর মহানগরের জনপ্রিয় বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম সাবেক মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন। প্রধান আলোচক
সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিটির উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় মা সন্তান মিলে গাজীপুর সিটি করপোরেশনকে পরিকল্পিত বাসযোগ্য আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবো। আমাদের শহর আমরা নিজেরা গড়বো। আমাকে লক্ষ লক্ষ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, পরবর্তীতে আমার জন্য আমার মাকে সিটির কাজ করতে মেয়র নির্বাচিত করেছেন। আমি ও আমার মা সিটির উন্নয়ন কাজ করে আপনাদের এ ঋণ শোধ করবো। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।