রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত।
মাটি মামুন রংপুর।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে এ কর্মী অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের এসডিজি বিষয়ক সম্পাদক রাইসা নাসের, সহ- সম্পাদক আসমা উল হুসনা, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ প্রমুখ।
কর্মী সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান বলেন, ’স্মার্ট বাংলাদেশ ‘ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজ রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হলো।
আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের মেধাবী নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, মেয়াদউত্তীর্ণ হওয়ায় গত ৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।