কবি এম বখতিয়ার হোসেন মন্ডল'র কবিতা
"রক্তিম কৃঞ্চচূড়া"
অপেক্ষায় আছি আমি কৃষ্ণচূড়ার ফুল নিয়ে হাতে
মন জুড়িয়ে বলতাম কথা শুধুই তোমার সাথে
তোমার কপাল ছোঁয়ার তৃষ্ণা নিতাম মনে প্রাণে
মনের খায়েশ মিটিয়ে নিতাম তোমার চুলের ঘ্রাণে
এলো চুলে এসো তুমি দেখবো ফিরে ফিরে
দুজন মিলে গাইবো গান ভালোবাসার সুরে
তুমি মিশে আছো আমার কোমল হিয়ার মাঝে
মন স্মৃতিরা খেলা করে সকাল বিকাল সাঁঝে
ভুলে তুমি যেওনা ওগো পেয়ে নব ঘ্রাণ
ভুলতে আমি পারব না তুমি যে আমার প্রাণ।
কেমন করে ভুলিবো আমি আমার প্রানের পরী
তোমার জন্য অপেক্ষাতে আমি গুমরে মরি।
অবাক চোখে দেখি আমি কৃষ্ণচূড়া রঙিন
সখি ছাড়া আমি একা বড়ই সঙ্গিহীন
আসবে তুমি সেই অপেক্ষায় বাসা বাঁধে মন
তুমি আসলে শেষ হবে বিমর্ষ সেই ক্ষণ।