জীবনের কথা
কলমে-মোঃ আরিফুল ইসলাম
জীবন জুড়ে হেরেছি বহুবার
জয়ী তব একবার,
জীবন জুড়ে খুঁজছি সফলতার
বার্থতা তাঁর রুদ্ধদ্বার।
জীবন জুড়ে ভেবেছি বহুবার
জয়ী করবার উপায়,
জীবন জুড়ে এঁকেছি স্বপ্নের
বিভৎস তাঁরার মেলায়।
জীবন জুড়ে হেঁটেছি বহুপথ
পিছপা হয়নি একবার,
জীবন জুড়ে দেখেছি কত
সৎ মানুষের অহংকার।
জীবন জুড়ে সয়েছি বহু
নিদারুণ নিষ্ঠুর অত্যাচার,
জীবন জুড়ে হয়েছি দাহ
কাটিয়ে কতো অনাহার।