সাকিব হোসাইন এর কবিতা
" বাবা তুমি পরিশ্রান্ত
ক্লান্ত শ্রান্ত শরীর মনে হয়েছে তুমি পরিশ্রান্ত
বাবা তোমার শরীরের ঘাম করেনি আমায় ক্ষান্ত
বাবা তোমার শরীর থেকে এক ফুটু ঘাম দেখলে
হয় আমার হৃদয়ে রক্তক্ষরণ।
তুমি বাবা বড়ই অভিমানী দিয়েছ আমায় ফাঁকি
আমাদের জন্য নিয়েছ জীবনে অনেক ঝুঁকি
তুবও তুমি হওনি ক্ষান্ত
দিয়েছ আশার বানী।
আশা গুলো হয়নি এখন পূরণ উৎস সন্ধানে
বলেছ তুমি ধৈর্য ধর সব মিলবে জীবনে
তোমার কথা ভুলবো না বাবা এই ভূবনে
তুমি ছিলে বাবা বটবৃক্ষ আমাদের এই জীবনে।
গভীর সমুদ্রের জল স্থান পরিবর্তন করে
তুমি বাবা আমাদের জন্য কষ্টটা পরিবর্তন কর না?
বাবা তুমি বড়ই অভিমানী দিয়েছ আমায় ফাঁকি
আমাদের জন্য নিয়েছো জীবনে কত শত ঝুঁকি।