চিন্তার ভাঁজ মাগুরার প্রার্থীদের। প্রধানমন্ত্রীর সাথে সাকিবের সাক্ষাত।
বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হঠাৎ এশিয়া কাপের মাঝেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এতে মাগুরার নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক আগে থেকেই শোনা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ক্রিকেট বিশ্বের এ অলরাউন্ডার কিং। এতে করে মাগুরার দুটি আসনের সকল প্রতীক প্রার্থীদের কপালে বাড়তি চিন্তার ভাঁজ দেখা দিয়েছে;যেন আঁধার ঘরের সাপ সারা ঘরেই থেকে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মুচকি হেসে বলেছিলেন “আপাতত ক্রিকেটের বাইরে তিনি অন্য কিছুই চিন্তা করছেন না”। অনেকেই ঐ মুচকি হাসির মধ্যে গভীর রহস্যে গন্ধ খুঁজে চলেছেন। কেননা গত নির্বাচনেও নড়াইল থেকে নড়াইল এক্সপ্রেস ক্ষ্যাত মাশরাফির বাউনচার দেখেছেন। হটাৎ করে এলেন, দাঁড়ালেন এবং হয়ে গেলেন। এমন জনপ্রিয় সেলিব্রিটিরা তেমন কোন ডামাডোল বাজিয়ে নির্বাচনে আসে না। তাছাড়া তাদের অন্য প্রার্থীদের মত তেমন কোন জনসংযোগও রাখার প্রয়োজন পড়ে না,তাই এমন আশংখ্যাকে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।