ভোলায় কার্গোর ধাক্কায় জেলে ট্রলার ডুবি : নিহত ১ আহত ৪
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে কার্গো জাহাজের ধাক্কায় একটি জেলে ট্রলার ডুবির ঘটনায় মো. জিহাদ (১৬) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির মো. শাহাজানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বুধবার রাত ১০টার দিকে বদরপুর গ্রামের দিলু মাঝির নেতৃত্বে জিহাদসহ মোট ৫ জন জেলে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার ভোরের দিকে তারা নাজিরপুর লঞ্চঘাট ও মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। ওই সময় একটি দ্রুত গামি কার্গো জাহাজ এসে তাদের ট্রলারটিকে ধাক্কায় দেয়। এতে সব জেলেরা নদীতে পরে যায়। পরে জেলেদের ডাক-চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে ৪ জনকে আহত অবস্থায় ও জিহাদকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়টি পুলিশ তদন্ত করছেন।