চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
এম এ খালেক খান :
ব্র্যাক ব্যাংক লিমিটেড এর আর্থিক সহায়তায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন চরাঞ্চলে উচ্চ মূল্যের ফসল High Value Crop উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল চর ও সংযুক্ত চরে বাস্তবায়িত হচ্ছে। চরাঞ্চলের ১ হাজার ৪ শত জন কৃষকের সম্পৃক্ততায় ৪টি উচ্চ মূল্যের ফসল ভূট্টা, মরিচ,পাট ও সরিষা ফসল চাষ সম্প্রসারণ ও ফসলের বাজার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান, প্রকল্পের প্রয়োজনীয়তা ও উপকারীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, বেসরকারি উন্নয়ন সংস্থা গাক এর সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম ও বগুড়া ব্র্যাক ব্যাংক লিঃ এর ক্লাস্টার ও ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ আজগর হোসেন প্রমুখ। গাক এর সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দীন সরদার অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেন। কর্মশালায় নানা শ্রেণির মানুষ, চরাঞ্চলের উপকার ভোগী কৃষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সমাজ কর্মী, স্থানীয় এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিনিধি, বিক্রয় পাইকার, ফরিয়া, আরতদার, সুবিধা ভোগী সদস্য, চরের কৃষক, সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা স্থানীয় ও আঞ্চলিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।