দেশ ও জাতির কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন।
দেশ ও জাতির কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন।
গত বছরের ২২ সালের ২২শে রমজান ২৪ তারিখ দিবাগত রাত ৮ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে সাংবাদিক মাটি মামুনের উপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনীরা।
স্থানীয় সূত্রে জানা যায়
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে চলমান নিউজ করায় তার উপর হামলা হয়েছিলো।
তাকে গ্রুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার ডান পায়ে প্যাটেলা অপারেশন করে রড লাগানো হয়।
দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর আগামী ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তার ডান পা অপারেশন করে রড বের করা হবে, নগরীর চেকপোস্ট শ্যামলী লেন এ অবস্থিত বি জি এম হসপিটালে।
তাই তিনি সাংবাদিক সমাজ দেশ ও জাতির কাছে দোয়া চেয়েছেন।