ভোলার চরফ্যাশন ও দক্ষিণ আইচা থানায় নতুন ওসির যোগদান
কামরুজ্জামান শাহিন,ভোলা:
ভোলার চরফ্যাশন থানায় মো. সাখাওয়াত হোসেন ও দক্ষিণ আইচা থানায় মো. সাঈদ আহমেদ নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।
ওসি সাখাওয়াত হোসেন ২০০১ সালে সর্বপ্রথম এসআই পদে এবং ওসি মো. সাইদ আহমেদ ২০০৮ সালে সর্বপ্রথম এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেছেন।
মো. সাখাওয়াত হোসেন চরফ্যাশন থানার সাবেক ওসি মো. মোরাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি দক্ষিণ আইচা থানায় প্রায় ২ বছর অফিসার্স ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন।
মো. সাইদ আহমেদ দক্ষিণ আইচা থানার সাবেক ওসি সাখাওয়াত হোসেনের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি ভোলার মনপুরা থানায় ২ বছর ও ভোলা সাইবার ক্রাইম শাখায় ৩ মাস অফিসার্স ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন।
এছাড়াও ওসি মো. সাইদ আহমেদ ২০০৩ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) বার এবং ২০২০ সালে আইজিপি পুরুস্কার পদকে ভূষিত হয়েছেন।
চরফ্যাশন থানার নতুন ওসি মো. সাখাওয়াত হোসেন ও দক্ষিণ আইচা থানার নতুন ওসি মো. সাইদ আহমেদ স্ব স্ব থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
চরফ্যাশন থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন পটুয়াখালী জেলার দুমকি থানার আংগারিয়া ইউনিয়নের বাহের চর গ্রামের আব্দুর সাত্তার হাওলাদারের ছেলে।