মীরসরাইয়ে ভোরে ভোরে হওয়া সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত
তুষার চট্টগ্রাম বিভাগীয় প্রধান :
আজ দিনের ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘটে গেলো এক মারাত্মক সড়ক দুর্ঘটনা। মীরসরাইয়ে ঘটে যাওয়া উক্ত সড়ক দুর্ঘটনায় মারা যান জাহিদ ইকবাল (৪৫) নামের একজন পুলিশ পরিদর্শক । এসময় তার সাথে থাকা আরো ৫ জন গুরুতরো আহত হয়েছেন।
অদ্য ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কাছাকাছি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় পুলিশের ডিএসবি শাখায় কর্মরত নিহত জাহিদ ইকবালের বাড়ি যশোর জেলায়। তিনি এর আগে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতরো আহত নার্গিস আক্তার নিহত অফিসার জাহিদ ইকবালের বোন । ঘটনার পর উদ্ধার শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ( চমেক ) হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে ভর্তি আছেন। বাকি আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানার সাবেক ওসি জাহিদ ইকবাল, তার বোন নার্গিস আক্তার ও পরিবারের সদস্যরা বান্দরবানের পর্যটন এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন। তাদের বহন করা কালো রঙের হায়েস গাড়িটি মীরসরাইয়ের নিজামপুর এলাকায় আসলে অন্য একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা জাহিদ ইকবাল ইন্সপেক্টর (বিপি- ৭৭০৬১১৭১৬০) ও নার্গিস আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত নার্গিস আক্তার কে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়ে।
রানীসংকৈল থানার বর্তমান ওসি গুলফামুল ইসলাম জানান, জাহিদ ইকবাল চলতি বছরের জানুয়ারি মাসে বদলি হয়ে দিনাজপুর রেঞ্জ এসবিতে যুক্ত হয়েছেন। শুনেছি সকালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহদাত হোসেন জানান, নিহত এবং আহতরা সবাই ভাই-বোন, ভাগিনা-ভাগনি বলে জানা গেছে। নিহত জাহিদ ইকবালের মরদেহ এবং দূর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে জাহেদের মরদেহ হস্তান্তর করা হবে।