ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আধারদীঘী সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও দেশের চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেঁক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘি সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষদের সাথে জন্মদিন উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা সহ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করেছেন শেখ হাসিনা৷ রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চলে পৌছে দিয়েছেন উন্নয়ন৷ তার হাতে দেশের দায়িত্ব থাকলে দেশ নিরাপদ থাকবে। সেই সাথে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ সময় আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও সরকারি আশ্রয়ণে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।