ঢাকায় পিকেএসএফের নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে টিএমএসএসের নির্বাহী পরিচালকের সাক্ষাত
এম এ খালেক খান :
ঢাকায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের নবনিযুক্ত চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিধ,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ও একাডেমিশিয়ান উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর এম খায়রুল হোসেনের সাথে সম্প্রতি বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত প্রঞ্জাবান, বিশিষ্ট সমাজ সেবক টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম'র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে টিএমএসএসের গ্রাম উন্নয়ন ও আর্থিক বিনিয়োগের উদ্দ্যোক্তা উন্নয়নের জন্য তিনি ১৩৫ কোটি টাকার জামানত মুক্ত চেক গ্রহন করেন। আলোচনায় সারা দেশ ব্যাপী পরিচালিত টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে চেয়ারম্যান কে অবহিত করেন অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। আলোচনা ও মতবিনিময় শেষে ডক্টর এম খায়রুল হোসেন কে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সংস্থার বার্ষিক সাধারণ সভার কার্যপত্র চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। এ সময় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।