সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাবনা ইসলামিয়া মাদ্রাসায়  সিরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক এর নাম / ১২২ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

পাবনা ইসলামিয়া মাদ্রাসায়  সিরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী সাঃ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় মাদ্রাসার মসজিদুল আত-তাক্বওয়া’তে  অনুষ্ঠিত হয়।

 

পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের  প্রফেসর ডক্টর হোসাইন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্টের সদস্য মাওলানা আব্দুর রউফ, দারুল আমান ট্রাস্টের কোষাধ্যক্ষ,পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আবু হানিফ,গভর্নিং বডির সদস্য  আশরাফুল আলম হেলাল ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। রাসুল (সাঃ) এর জীবন  ও কর্মের উপর আলোচনা করতে গিয়ে প্রধান অতিথি প্রফেসর ডক্টর হুসাইন আহমেদ বলেন, ‘চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, প্রত্যেককেই নামাজে আন্তরিক  হতে হবে, সবার সাথে সদাচরণ করতে হবে, সর্বদা সত্য কথা বলতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাহ পালন করতে হবে। সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন,কাউকে কষ্ট দেওয়া যাবে না, বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর। মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মাসুম বিল্লাহ ও সিরাজুম মনির ইয়াসির আরাফ প্রমুখ। সপ্তাহব্যাপী সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে  মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শ্রেণি ভিত্তিক আজান, কোরআন তেলোয়াত হামদ,নাতে রাসুল, রচনা, বাংলা, ইংরেজি, আরবীতে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয। প্রতিযোগিতায় মোট ১৭২ জন বিজয়ী শিক্ষার্থীদের  মধ্যে পুরস্কার বিতরণ  করা হয়। পুরস্কার বিতরণী শেষে বিশ্বের শান্তি ও মুসলমানদের কল্যাণে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মাসজিদুল আত-তাকওয়ার খতিব মাওলানা আব্দুস শাকুর। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তি,এলাকাবাসি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আরিফ। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর