ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন ।
মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
"বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার" এই শ্লোগান'কে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে। সভাটি বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার সভাপতিত্বে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা( ভূমি) কমিশনার ফাতেমাতুজ জোহরা, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সাংবাদিকরা।