ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ।
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
পৌর শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে “জমিদারপাড়া প্রিমিয়ার লীগ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলায় “টি.কে.জি জুনিয়র একাদশ” টিম ৩-০ গোলে “গোয়ালপাড়া যুব সংঘ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। “জমিদারপাড়া প্রিমিয়ার লীগ” ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। তার পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে পুরস্কার তুলে দেন স্থানীয় তরুন সমাজের প্রতিনিধি আহসানুল্লাহ অনিক, মুন মাহমুদ মুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য তানজিদ, সৌরভ, সম্পদ, সুজন, শাকিলসহ অন্যান্যরা। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন জেলার স্বনামধন্য গোল কিপার মো: রাকিব। সহকারী পরিচালক ছিলেন সুজন ও সৌরভ। শষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা চলাকালীন দর্শক সমাগম হয় প্রচুর। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬ টিম অংশগ্রহন করে