পাবনার চরতারাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম এ খালেক খান :
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের পুকুরপাড় ফুটবল মাঠে বার্ষিক ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুনামেন্টের ফায়নাল খেলাটি ২৯ সেপ্টেম্বর সমাপ্ত হয়েছে। টুনামেন্টে পাবনা জেলার বেড়া উপজেলার বেতবাড়িয়া বেড়া ফুটবল একাদশ বনাম সুজানগর উপজেলার আমিনপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। বেতবাড়িয়া বেড়া ফুটবল একাদশ ৪-২ গোলে আমিনপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়াম হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথম পর্বে এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ ওহাব প্রামাণিকের সভাপতিত্বে শুকচর পুকুর পাড় হাতেম আলী ক্লাব কর্তৃক আয়োজিত বার্ষিক ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ সমাজ সেবক মোঃ সিদ্দিকুর রহমান খান। ফায়নাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী দলের সকল খেলোয়াড়দের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা অনুষ্ঠানের জন্য আহবান জানান। তিনি আশা করেন প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে খেলা অনুষ্ঠিত হবে। নিয়মিত এ মাঠে খেলা আয়োজনকারীদের প্রতি তিনি ধন্যবাদ জানান। তিনি খেলায় তার সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান। ফায়নাল খেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলায় অংশ গ্রহণ কারী দলের সকলের প্রতি, আয়োজনকারী ক্লাব কর্মকর্তা ও এলাকাবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক মোঃ লুৎফর রহমান বিশ্বাস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল জলিল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, সুজানগর পৌরসভার সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন তোফা ও সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান বিশ্বাস বলেন শরীরের জন্য যেমন পুষ্টিকর খাবার প্রয়োজন,তেমনী ভাবে মানুষের মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চারা যেন নিয়মিত পড়া লেখার পাশাপাশি পরিমিত খেলাধুলা করে। তিনি আরো বলেন ইদানিং বাচ্চারা ক্রীকেট খেলা নিয়ে বেশি মাতামাতি করছে। এলাকার শিক্ষার্থীরা যেন নিয়মিত পড়া লেখা চালিয়ে পরিমিত বিভিন্ন খেলাধুলা চর্চা করে সেদিকে খেয়াল রাখতে অভিভাবক ও এলাকাবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন এ এলাকার সকল ভালো কাজের সাথে তিনি মিলে মিশে একসাথে কাজ করার পাশাপাশি সকল প্রকার সহযোগীতা প্রদান অব্যাহত রাখবেন। বিশেষ অতিথিগন এ এলাকায় প্রতি বছর ফুটবল টুনামেন্টে আয়োজনকারী ক্লার কর্মকর্তা ও এলাকাবাসীদের ধন্যবাদ জানান। আয়োজনকরা গ্রামের এ পুকুরপাড় মাঠে ফুটবল টুনামেন্টে আয়োজন করতে পেরে তারা খুবই আনন্দিত।আয়োজকরা জানান তারা আগামীতেও এ মাঠে আরো বড় পরিসরে ফুটবল টুনামেন্টে আয়োজন করার প্রত্যাশা করেন। খেলাটির সার্বিক পরিচালনা ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সুজানগর বাজার এলাকার বিশিষ্ঠ্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকসেদ প্রামানিক। ফায়নাল খেলাটি সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। দীঘ দিন যাবৎ এ মাঠে ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়। ফায়নাল খেলায় এলাকার আয়োজনকারী ক্লাব কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, দলমত নির্বিশেষে নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। রেফারি হিসাবে খেলাটি পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসাইন। স্বেচ্ছাসেবক হিসাবে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে মোঃ মিরাজ আলী, মোঃ সম্রাট হোসেন, মোঃ বকুল, মোঃ শাকিল আহমদ, মোঃ আঃ মমিন ও মোঃ মিজানুর রহমান প্রমুখ খেলাটি সার্বিক পরিচালনা ও সহযোগিতা করেন।