শেখ হাসিনা আপসহীন নেত্রী, মাথা নোয়াবার নন : সংস্কৃতি প্রতিমন্ত্রী
পি'আর'বি- ডেস্ক রিপোর্ট
শেখ হাসিনা আপসহীন নেত্রী, মাথা নোয়াবার নন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তির মদদে দেশে-বিদেশে এ অর্জন নস্যাৎ করার চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন এ চক্রান্ত সফল হবে না। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন আপসহীন নেত্রী, মাথা নোয়াবার নন।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যা সারা বিশ্বের কাছে উদাহরণ। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। ’
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাঙালির আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল।
সংকটে তিনি পরিত্রাতা, সংগ্রামে তিনি অবিচল আস্থার মূর্ত প্রতীক। শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের গণতন্ত্র বিকাশে তার কোনো বিকল্প নেই। ’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।