দিনাজপুরে আনসার ভিডিপি'র জেলা সমাবেশ অনুষ্ঠিত
এম এ খালেক খান :
বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলার বার্ষিক জেলা সমাবেশ ১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুর জেলার, জেলা প্রশাসক মোঃ শাকিল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আব্দুল্লাহ আল-মামুন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর অঞ্চলের, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল গণি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি-উন্নয়ন ব্যাংকের দিনাজপুর সদর শাখার ব্যবস্থাপক জ্যোতির্ময় রায় প্রমুখ। সমাবেশ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনসার ভিডিপি দিনাজপুর জেলা জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী পিভিএম। সমাবেশ শেষে বিভিন্ন সরকারি কাজে সঠিক দায়িত্ব পালন করায় তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ৩ শতাধিক বিভিন্ন ইউনিয়ন দলনেতা ও আনসার কমান্ডারদের মাঝে ২৫ টি বাইসাইকেল, ২টি সেলাই মেশিন সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। জেলা সমাবেশে নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন এবং বিরামপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মাহাবুবার রহমান-এর উপস্থাপনায় আনসার ভিডিপি কর্মকর্তা ও আনসার ভিডিপি প্রশিক্ষণ প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী উপজেলা,ইউনিয়ন আনসার কমান্ডার,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।