বগুড়ায় টিএমএস কর্তৃক আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও আলোচনা অনুষ্ঠিত।
এম এ খালেক খান :
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত প্রঞ্জাবান, বিশিষ্ট সমাজ বিঞ্জানী অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়া উত্তর জোনের শিবগঞ্জ এরিয়া নিয়ন্ত্রিত টিএমএসএস সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক আয়োজিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া শাখা কার্যালয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উৎযাপন করা হয়েছে। এ দিবস উৎযাপন উপলক্ষে এলাকার প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচন সভা ১ অক্টোবর গুজিয়া শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রবীণদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। তিনি প্রবীণদের উদ্দেশ্যে বলেন,আপনারা নিজেদেরকে সক্রিয় ও যে কোন কাজের মধ্যে থাকবেন তাহলেই আপনারা ভাল থাকবেন। তিনি আরো বলেন প্রবীণরা সমাজের বোঝা নয়,সমাজের পথ প্রদর্শক বিধায় তাদেরকে সম্মান দিতে হবে। প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান দেশ ও জাতি গঠনে প্রবীণদের ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা বিষয়ে সরকারের নেয়া নানামুখী কর্মসূচির পাশাপাশি পিকেএসএফ ও টিএমএসএসের উদ্যোগে নতুন কর্মসূচী সম্প্রসারিত করা ও স্থানীয় উদ্যোগ বাড়ানোর কথা বলেন। সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক আয়োজিত,পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে প্রবীণ দিবসের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম প্রমুখ। মতবিনিময় সভায় এলাকার প্রবীণগন টিএমএসএস কর্তৃক তাদের বিভিন্ন সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন ও এই ধরনের কার্যক্রম প্রতিটি উপজেলায় বাস্তবায়নের আহবান জানান। প্রধান অতিথি সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলে প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন টিএমএসএস কর্তৃক আগামীতে বিভিন্ন উপজেলার তৃর্ণমূল পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।তিনি দেশের উন্নয়নে পিকেএসএফ ও টিএমএসএসের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন। বিশেষ অতিথি মোঃ রেজাউল করিম বলেন,মনুষ্যত্বের শিক্ষাই চরম শিক্ষা প্রকৃত পক্ষে এমন মানবিক শিক্ষাই সমাজে সকলের অর্জন করা দরকার। এ সময় মুক্তি যোদ্ধা কমান্ডার,জনপ্রতিনিধি, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপন করেন শিবগঞ্জ উপজেলার সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান। প্রবীণ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শতাধিক প্রবীণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।
এম এ খালেক খান
২ অক্টোবর ২০২৩