টিএমএসএস কর্তৃক ৪টি জেলার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্ট :
দেশের দারিদ্র্য বিমোচন ও তৎপরবর্তী আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সম্বলিত পিকেএসএফের যুগান্তকারী উন্নয়ন কার্যক্রম ‘সমৃদ্ধি কর্মসূচি। এ কর্মসূচীর মাধ্যমে দেশের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার, হতদরিদ্র মানুষ ও অবহেলিত জনগোষ্ঠী সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচি ব্যাপক ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনে কাজ করা, পরিবেশ বিষয়ক কার্যক্রম ও আর্থিক সহায়তা কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসাবে কর্মসূচির বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাধ্যমে চলতি অর্থবছরে বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পিকেএসএফ-এর অর্থায়নে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, প্রঞ্জাবান, ধীমান, দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব,বিশিষ্ট সমাজ বিঞ্জানী,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস বাস্তবায়িত প্রকল্পের আওতায় টিএমএসএসের অপারেশন সিলেট ডোমেইনের আওতাধীন পরিচালিত প্রকল্পের মাধ্যমে সম্প্রতি দেশের ৪টি জেলার ৮টি ইউনিয়নের ২৪০টি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৭০০০ জন শিক্ষার্থীর প্রত্যেকের মধ্যে ২টি করে মোট ১৪০০০টি ১টি করে ফলজ ও ১টি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। টিএমএসএসের অপারেশন সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক সিলেটের তিনটি জেলার শিক্ষাথীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খানের সার্বিক তত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বগুড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এনজিও কর্মী, উপকার ভোগী সদস্য, বহুগন্যমান্য ব্যক্তি, প্রকল্প সমন্বয়কারী মোঃ মনোয়ার হোসেন, টিএমএসএসের কর্মকর্তা, সকল ইউনিয়নের প্রকল্পের সমন্বয়কারী, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।