কবি সাদেকুল ইসলাম এর কবিতা
"সত্যের পথ "
ভুল পথে বাড়ায়ে চরণ
করো নাকো কভু ভুল,
বিবেক হরণে মিথ্যায় ধিক্কারে
অপমান অবহেলায় হারাবে যে কূল।
সৎ-সহচর সঙ্গ পানে
সঠিক পথ দেখায়,
লাঞ্ছনা' বঞ্চনা আর অপমান
জানি অসৎ সঙ্গতায় ||
জ্ঞান আহরক- জ্ঞান পিপাসু
জ্ঞান তৃষিত যিনি,
জ্ঞানের ঘরে - সে গুরুগম্ভীর
মহান বিদ্বান তিনি ||
সত্য সন্ধানি সত্যনেশী
সৎ পথে চলে যারা,
সত্যই আলোক রশ্নি ছড়ায়
এই মর্মটি বুঝে তারা।
সৎ সঙ্গগুণে স্বর্গবাসি
অসৎ সঙ্গ সর্বনাশী
জানি জ্ঞাণী লোকে কয়,
সত্য পথেই হাজার বাঁধা
তবু সত্য'ই চিরঞ্জয় ||