ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ৪ অক্টোবর বুধবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহমেদের আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য সাংবাদিক গোলাম সারোয়ার , বিশিষ্ট সমাজসেবক তারেক হাসান, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহমেদ প্রমুখ। পরে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবর্ষিকী পালন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রেজওয়ানুল হক রিজু।