পঞ্চগড় জেলা আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত এটা
এম এ খালেক খন :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলার বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত জেলার সরকারি অডিটোরিয়ামের হল রুমে ৩ অক্টোবর জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলার বার্ষিক সমাবেশে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি সদর দপ্তরের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পরিচালক মোঃ জিয়াউল হাসান, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, জেলা এনএসআই এর উপপরিচালক মোঃ রাসেল জমাদার ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক প্রমুখ। জেলা আনসার ভিডিপি সমাবেশে অন্যদের মধ্যে জেলা মৎস কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, উপ পরিচালক জেলা পরিসংখ্যান, উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সোনালি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সার্বিক পরিচালনা করেন পঞ্চগড় আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম। সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান ফেস্টুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশ শেষে সংগঠনে সারা বছর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমাবেশে জেলার ২ শতাধিক আনসার ভিডিপি সদস্য, সদস্যা অংশ নেয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়ে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। সমাবেশে আনসার ভিডিপির বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা, দলনেত্রী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।