পাবনা প্রেস ক্লাবে সাংবাদিক মির্জা শামসুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত
এম এ খালেক খান :
পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মির্জা শামসুল ইসলামের ২৪ তম স্মরণ সভা ৩ অক্টোবর সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সেক্রেটারি সৈকত আফরোজ আসাদ। সভায় আরও বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ আব্দুল মতিন খান, পাবনা প্রেস ক্লাবের সহঃ সম্পাদক খান সরোয়ার মোর্শেদ উল্লাস, প্রয়াত মির্জা শামসুল ইসলামের ছেলে মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, কার্যকরী কমিটির সদস্য রাজিউর রহমান রুমি, সদস্য ডক্টর নরেশ চন্দ্র মধু ও কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ। বক্তারা বলেন মির্জা শামসুল ইসলাম তাঁর কাজের মাধ্যমে বেঁচে আছেন,বেঁচে থাকবেন। তারা আরও বলেন মির্জা শামসুল ইসলাম, রনেশ মৈত্র, আনোয়ারুল হকসহ পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের পদচারণায় পাবনা প্রেসক্লাব মুখর থাকতো। এসব গুনী মানুষ নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা যোগাবে। তারা বলেন মফস্বল থেকে ঢাকা ডেস্কের সাথে সমানতালে কাজ করার পাশাপাশি মেধা ও প্রজ্ঞায় তিনি ছিলেন রোল মডেল। বক্তারা বলেন প্রকৃত সাংবাদিকতা করতে গেলে তাঁকে স্মরণ করতে হবে। তিনি ভুট্টো আন্দোলনের খবর সাহসিকতার সাথে লিখেছেন। সংবাদের বিষয়বস্তু বোঝার আলাদা দক্ষতা ছিল তাঁর। স্মরণ সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইয়াদ আলী মৃধা পাভেল। পরে পাবনা প্রেসক্লাবের নামাজ ঘরের ইমাম হাফেজ তরিকুল ইসলাম বিশেষ মোনাজাত পচিালনা করেন। অনুষ্ঠানে পাবনা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ,দৈনিক সংগ্রাম এর পাবনা জেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলম রনজু, দৈনিক বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি আব্দুল খালেক খান, নানা শ্রেণি পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক স্মরণ সভায় উপস্থিত ছিলেন।