বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয় কর্তৃক গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান
এম এ খালেক খান : বিশেষ প্রতিটি
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ প্রঞ্জাবান, দুদর্শি সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ঠ সমাজ বিঞ্জানী অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত“বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে ৫ অক্টোবর পুন্ড্র ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মননা প্রদান করা হয়। পিইউবি, বিঞ্জান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ডক্টর খাজা জাকারিয়া আহমদ চিশতীর সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই ফজলুল। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। অপর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যামিরেটাস প্রফেসর এম এ সাত্তার মন্ডল ও পিইউবি এর বিওটি উপদেষ্টা বঙ্গবন্ধু ফেলো,সাবেক উপাচার্য এ্যামিরেটাস প্রফেসর ডক্টর মোঃ আফজাল হোসেন প্রমুখ। বিশ্ব শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিক্ষকগণ তাঁদের বর্নাঢ্য জীবন কালের অতিবাহিত সামগ্রিক কর্মকান্ডের স্মৃতিচারণ মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষকগন বলেন, শিক্ষকরা স্বপ্ন সৃষ্টি করবে আর সেই স্বপ্নে উজ্জীবিত হবে আগামীর প্রজন্ম। শিক্ষকগন তাঁদের বক্তব্যে জ্ঞান নির্ভর হয়ে মানবিক মানুষ তৈরীর তাগিদ দেওয়ার পাশাপাশি নীতি ও নৈতিকতার পাঠ দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুলের সাবেক ডিন প্রফেসর মুহম্মদ আনওয়ার আলী ও বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সকল শিক্ষকদের উত্তরীয় পরিয়ে, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।আলোচনা সভায় অন্যদের বক্তব্য দেন পিইউবি বোর্ড অব টাস্টিজ সদস্য আয়শা বেগম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ মাহমুদ হাসান চৌধুরী, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোছাঃ সাহেলা রহমান ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ ইমরান আলী প্রমুখ। শেষে আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম.আলী জুলকার নায়েন ও আনবিক শক্তি কমিশনের সাবেক সদস্য ডক্টর ইমতিয়াজ কামাল প্রমুখ। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক এ এইচ এম গোলাম রসুর খান ও কোষাধ্যক্ষ জাহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।