বগুড়ায় গাকের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় গাকের রেইজ প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থ বছরের শিক্ষানবিশি কার্যক্রমের “মাস্টার ক্রাফটসপার্সন ওরিয়েন্টেশন কর্মসূচি ৩ অক্টোবর বগুড়ার বনানী গাক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাক এর পরচিালক মাইক্রোফাইনান্স পঙ্কজ কুমার সরকার। তিনি শিক্ষানবিশি কার্যক্রমের বিভিন্ন ট্রেড কোর্সের ওস্তাদ এর সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোঃ হাফিজার রহমান, লাইফ স্কিলস এন্ড এন্টারপ্রিনিয়রশীপ ডেভেলেপমেন্ট অফিসার মিঃ ভবানন্দ ও একাউন্টস অফিসার মোঃ মুশফিকুর রহিম প্রমুখ।গাকের রেইজ প্রকল্পের আওতায় শিক্ষানবিশি কার্যক্রমের“মাস্টার ক্রাফটসপার্সন ওস্তাদগণ সমাজের নিম্ন আয়ের তরুনদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরি করতে বদ্ধপরিকর। এ অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে তারা সংস্থার সাথে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদানের জন্য চুক্তিবদ্ধ হন ও স্ব-উদ্যোগে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে গাক এনজিও কর্মী, বিভিন্ন কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।