বগুড়ায় গাক কর্তৃক অনুদানের চেক বিতরণ
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনিধি
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এর বগুড়ার বনানীর প্রধান কার্যালয়ে বগুড়া জেলার পনির উৎপাদনকারীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে পনির উৎপাদন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাক এর সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহাবুব আলম। তিনি পনির উৎপাদনকারীদের খাদ্যের মান বজায় রেখে তা উৎপাদনের পরামর্শ দেন। এ সময় তিনি গাকের আরএমটিপি প্রকল্পের আওতায় পনির উৎপাদনের প্রদর্শনী” কর্মকাণ্ডের জন্য মোঃ মহসীন আলীর নিকট আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় মূলত পনির উৎপাদন, বৈচিত্রায়ন ও কারখানার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রিমিয়াম বাজার সৃষ্টির হলে খামারীরা সারাবছর দুধের বাজার স্থিতিশীল রাখতে পারবে। ইফাদ, ডানিডা,পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের মাধ্যমে এই কর্মকান্ড বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে গাকের কমিউনিকেশান এন্ড ডকুমেন্টেশন মোঃ জিয়া উদ্দিন সরদার, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সুবিধা ভোগী পনির উৎপাদনকারী, বিভিন্ন শ্রেণীর মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।