সিরাজগঞ্জ সদর উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তার যোগদান
এম এ খালেক খান : নিজস্ব প্রতিনি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ সদর উপজেলার নবাগত আনসার ভিডিপি কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন আব্দুস সাত্তার কামাল। তিনি ৪ অক্টোবর উপজেলার নতুন কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তার যোগদান উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা আব্দুস সাত্তার কামাল কে উপজেলার প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও বিভিন্ন ক্যাম্পের আনসারগন তাকে ভালোবাসা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন।
সদর উপজেলায় যোগদানের আগে তিনি রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানায় দায়িত্ব পালন শেষে বর্তমানে সিরাজগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত স্ত্রী ও সন্তান রয়েছে।
সিরাজগঞ্জ সদরে নবাগত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার দায়িত্ব পালন কালে তিনি উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে নবাগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার কামালের উত্তরোত্তর সফলতা কামনা করেন ও সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি সকল কর্মকান্ডে সর্বোচ্চ অংশগ্রহণের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রয়েছেন বলে জানান উপজেলা সদর আনসার ও ভিডিপির প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদ।