ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপির একক প্রার্থী ।
হাজীগঞ্জ , প্রতিনিধি
শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলা নিয়ে চাঁদপুর - ৫ নির্বাচনী এলাকা গঠিত ।
সময় যতই গড়াচ্ছে নির্বাচনী হাওয়া জোরালো হচ্ছে , আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপির একক প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম শোনা যাচ্ছে । দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ইঞ্জিনিয়ার মমিনুল হককে দেখা যাচ্ছে , তার বাইরে এখনো কোনো যোগ্য প্রার্থী তৈরি হয়নি বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের , যদিও বিএনপি " এই সংসদীয় আসনে কেন্দ্রীয় কর্মসূচির বাহিরে নির্বাচনের কোন কর্মসূচি পালন করেননি ।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নিশ্চিত হলেই প্রচার প্রচারণা শুরু করবে । তবে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা আন্দোলনে , কেন্দ্রীয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা কর্মীদের কে নিয়ে অংশগ্রহণ করছেন ইঞ্জিনিয়ার মুমিনুল হক ।
ঠিক বিপরীত দিকে অবস্থান সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের । চাঁদপুর -৫ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ছাড়াও একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন । কেউ কেউ দেখা যাচ্ছে পোস্টার বিলবোর্ডের মাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে প্রার্থিতা জানান দিচ্ছেন । সব মনোনয়ন প্রত্যাশীই এলাকায় বিভিন্ন মসজিদ , মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানের যোগ দিচ্ছেন ।
এই আসনে বিএনপির একসময়ের নেতা সাবেক এমপি মতিনের মৃত্যুর পর , চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এককভাবে দলের দায়িত্ব পালন করে আসছেন । গত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন , এরপরও দলীয় দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের কে একত্রিত করে মনোবল চাঙ্গা রাখেন , আগামী নির্বাচনে ও মমিনুল হক বিএনপির একক সম্ভাব্য প্রার্থী বলে নেতাকর্মীদের অভিমত । চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন বর্তমান সরকার বিএনপি ও , তারেক রহমান কে ভয় পায় , কারণ বিএনপি একটি জনবান্ধব দল ।এখনো দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসে । তাই সরকার বিএনপিকে রুখতে মামলা হামলার পথ বেছে নিয়েছে । এরপরও বিএনপি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে । আমরা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে ভোটের মাধ্যমে
জনগণ তার জবাব দেবে ।