মাস্কাট-ইসলামাবাদ ফ্লাইটে যাত্রীর মৃত্যু
পি'আর'বি ডেস্কঃ
মাস্কাট-ইসলামাবাদ ফ্লাইটে বিমানটিকে করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য করায় একজন যাত্রী মারা গেছেন, মিডিয়া রিপোর্ট অনুসারে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মাস্কাট থেকে ইসলামাবাদ যাচ্ছিল যখন হোশাবের কাছে পাকিস্তানি আকাশসীমায় একজন যাত্রীর অবস্থার অবনতি হয়।
ফ্লাইটটি পরবর্তীতে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশে করাচির দিকে ডাইভার্ট করা হয় এবং সোমবার ভোর ৫:৩৬ মিনিটে করাচি বিমানবন্দরে অবতরণ করে।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আজাদ কাশ্মীরের বাগ এলাকার বাশারত নামে তার পরিচয়।
পরে, বাকি যাত্রীদের নিয়ে ফ্লাইটটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।