খালেদা জিয়ার মুক্তি-বিদেশে চিকিৎসার দাবিতে ভোলায় আইনজীবীদের অবস্থান
কামরুজ্জামান শাহীন,ভোলা:
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা ইউনিট অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১১ অক্টোবর) ভোলা জেলা দক্ষিণ আইনজীবী সমিতির ভবনের সামনে বিকাল ২ টায় এ কর্মসূচী শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. ছালাহউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মো. আমিরুল ইসলাম বাছতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সহ-সাধারন সম্পাদক এডভোকেট মো. ইউসুফ প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আনোয়ার হোসেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন মিয়া, সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. তৈয়বুর রহমান, সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. রেজাউল করিম ফারুক সহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা।
বক্তারা দ্রুততম সময়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবী জানান।