পাবনা প্রেসক্লাবে তামাক বিরোধী ও সিগারেট কোম্পানির অপতৎপরতা শীর্ষক সংবাদ সম্মেলন
এম এ খালেক খান :
পাবনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তামাকমুক্ত বাংলাদেশ লক্ষ্যমাত্রা ও বিভিন্ন সিগারেট কোম্পানির অপতৎপরতা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ১১ অক্টোবর সকাল ১১ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ও পাবনার শুচীতা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শুচীতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন। তিনি ধুমপানের কুফলতা সম্পর্কে নানা ক্ষতিকারক দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি ধূমপানের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা ও তাদের করণীয়সহ ৮টি সুপারিশমালার উপর গুরুত্বপূর্ণ
আলোচনা ও মতবিনিময় করেন। আলোচনা সভায় বাঁচতেচাই সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী
পরিচালক আব্দুর রব মন্টু, উদ্দীপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, এনজিও প্রতিনিধি মনোয়ারা পারভীন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন এনজিও কর্মী, নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানটির উপস্থাপন ও সঞ্চালকের করেন পাবনার বিশিষ্ট নাট্যকর্মী ও সমাজ সেবক ভাস্কর চৌধুরী। সংবাদ সম্মেলনটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।