সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের জ্যামাইকার সভা১৩ অক্টোবর ,শুক্রবার
হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
১৩ অক্টোবর ২০২৩, ,শুক্রবার ,সন্ধ্যা ৭টায় মতিন রেস্টুরেন্ট ১৫৩-৩৩ হিলসাইড এভিনিউ জ্যামাইকা নিউইয়র্ক এ “সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ”-এর এক সভা অনুস্টিত হবে। খবর বাপসনিউজ ।
সভায় আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৫-৩০মিনিটে জুইস সেন্টার ,জ্যাকসন হাইটস এ অনুস্টিতব্য সেমিনার এবং বিজয় দিবস সফল ও সার্থক করার ব্যাপার সহ অন্যান্য সাংগঠনিক ব্যাপারে আলোচনা করা হবে। সভায় মতামত ও উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন সংগঠনের পক্ষথেকে ।